নরসিংদীর শিবপুর উপজেলা শিক্ষা অফিসার মোছা: তাজমুন্নাহারকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, বিনা অনুমতিতে গত ১১/৮/২০২৪ তারিখ অফিসে অনুপস্থিত থাকায় অফিসের প্রসাশনিক কার্যাদী সম্পন্ন করতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে না, তার সন্তোষজনক জবাব আগামী ০৩ (তিন) কর্ম দিবসের মধ্যে দিতে বলা হয়েছে।
এছাড়াও শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়মতান্ত্রিকভাবে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন স্কুলের নানা কাজের জন্য বরাদ্দকৃত টাকা ঘুষ না দিলে ছাড়দেন না। শতভাগ কাজ করলেও ওনাকে ঘুষ দিতে হয়। ফলে বর্তমানে ক্ষুদ্র মেরামতের কাজ শেষে ব্যংকে টাকা ছাড়া হলেও তিনি আটকে রেখেছেন। তিনি ব্যাংক ম্যানেজারকে বলে দিয়েছেন তার প্রত্যয়ন ছাড়া কোন শিক্ষককে যেন টাকা না দেওয়া হয়। অনুসন্ধানে জানা গেছে ওনার চাহিদামত যারা টাকা দেয় তাদেরকে প্রত্যয়ন দেন। ফলে এনিয়ে শিক্ষকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ইতিপূর্বে তিনি ধামরাই উপজেলায় দায়িত্ব পালনকালে এই শিক্ষা অফিসারের বিরুদ্ধে ৬/৯/২০২১ তারিখে বিভাগীয় মামলার শুনানীতে উপস্থিত থাকার নোটিশ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের তদন্ত ও শৃংখলা শাখার তৎকালীন উপ-সচিব ফারহানা হক।