দেশের বিভিন্ন দরবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নুরুল্লাহপুর পাক দরবার শরীফের গদীনশীন ফকির হযরত শাহ্ শাহীন শাহ্ চিশতী । রবিবার (১৮ আগষ্ট) দরবার শরীফের গদীনশীন ফকির হযরত শাহ্ শাহীন শাহ্ চিশতী লিখিতভাবে এই নিন্দা ও সমবেদনা জানান।
পাশাপাশি নুরুল্লাহপুর পাক দরবার শরীফের পক্ষ থেকে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের কাছে আহালে বাইয়্যাত বা আশেকে রসুল এর দরবার শরীফ ,মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা বন্ধ করা, মাজার শরিফে হামলাকারী দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ব্যক্তিকে জোরপূর্বক বের করে দেওয়ার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অন্যান্য উপাসনালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য দাবী জানান তিনি। সেই সাথে যে সকল দরবার শরীফ, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয়েছে, তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ফকির হযরত শাহ্ শাহীন শাহ্ চিশতী।