শিরোনাম :
জার্মান চ্যান্সেলরকে ডঃ ইউনুসের পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন, মোশাররফ হোসেন ভূইয়া অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে – ড. আব্দুল মঈন খান আমলনামা -১ কে এই সিআইপি নিজামুদ্দিন লিটন? লাগামহীন নিত্যপণ্যের দাম,দিশেহারা মধ্যবিত্ত দূর্নীতি ঢাকতে ভারতে পালাতে চান সাবেক মহিলা এমপি মাসুদা সিদ্দিক রোজী নরসিংদীতে নবাগত জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীর যোগদান নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর প্রতিবাদ দিল্লিতে হাসিনা গৃহবন্দী? নরসিংদীর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী নরসিংদীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবিতে মানববন্ধন
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন

প্রতিশ্রুতি পূরণ করতে চান নাহিদ এবং আসিফের অগ্রাধিকার থাকবে হত্যার বিচার

স্টাফ রিপোর্টার / ৬১ বার
আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে গণ–অভ্যুত্থানে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করার কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শহীদদের (ছাত্র আন্দোলনে নিহত) যারা হত্যা করেছেন, তাঁদের বিচার নিশ্চিতে অগ্রাধিকার দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টাসহ এই সরকারে আছেন ১৭ জন। রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ১৩ জন (তিনজন ঢাকার বাইরে থাকায় আজ শপথ নিতে পারেননি) উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথমে প্রধান উপদেষ্টা এবং এরপর অন্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
শপথ নেওয়া ১৩ জন উপদেষ্টার মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শপথের পর বঙ্গভবনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম প্রথম আলোকে বলেছেন, ‘আমরা যে প্রতিশ্রুতি নিয়ে এই গণ-অভ্যুত্থান সংঘটিত করেছিলাম, যে প্রতিশ্রুতির জন্য শত শত ভাইবোন হতাহত হয়েছেন, সেই প্রতিশ্রুতি পূরণ করতেই আমরা সরকারে এসেছি। সেই প্রতিশ্রুতিগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করার জন্য সচেষ্ট থাকব।’
অভিজ্ঞ ও তারুণ্যের সংমিশ্রণে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘তরুণেরা সরকারে যেমন থাকবে, রাজপথেও থাকবে।’
আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হবে শহীদদের যাঁরা হত্যা করেছেন, তাঁদের বিচার নিশ্চিত করা। বর্তমানে দেশে আইনশৃঙ্খলা নেই বললেই চলে। তাই এ দেশের নাগরিকেরা যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারেন, সে জন্য আইন প্রয়োগের দায়িত্ব নেব এবং ব্যবস্থাও নেব।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ