নরসিংদীতে ৬ শত অসহায় প্রান্তিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার নরসিংদী সদর উপজেলা ও পৌরসভা এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সদর পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চলতি মাসের শুরু থেকেই জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিক ভাবে এই কর্মসূচি হয়ে আসছিল। এই বিতরণের মাধ্যমে এই উদ্যোগের সমাপ্তি করা হয়। বিতরণকৃত সামগ্রীর মাঝে প্রতিটি প্যাকেটে ছিলো চাল,ডাল, চিনি, সয়াবিন তেল, সেমাই ও নুডুলস।
পবিত্র রমজান মাসে এ ধরণের আরো কিছু উদ্যোগ জেলা প্রশাসন গ্রহণ করে যার মাঝে ছিল ‘রোজার সাশ্রয়ী বাজার’।