নরসিংদীতে শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুবেল মিয়ার উদ্যোগে এতিম শিশু, ভাসমান গরিব, অসহায় মানুষ, পথচারী ও রিকশা চালকদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ ২৫ রমজান) বিকেলে প্যাকেটকৃত রান্না করা এ ইফতার বিতরণ করা হয়।
নরসিংদী শহরের দত্তপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং ঈদগাঁপাড়া এতিমখানায় একশো করে দুইশো এতিম শিশু, নরসিংদী রেলওয়ে স্টেশনের ভাসমান মানুষ, শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী পথচারী, গরিব অসহায় ও খেটে খাওয়া রিকশাচালকদের মাঝে মোট এক হাজার প্যাকেটকৃত রান্না করা এ ইফতার বিতরণ করা হয়। রান্না করা এই ইফতারের মধ্যে ছিল মোরগ পোলাও।
নরসিংদী শহর যুবলীগ নেতা ও শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুবেল মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এ ইফতার বিতরণ করা হয়।
প্যাকেটকৃত রান্না করা ইফতার বিতরণ কালে নরসিংদী শহর ফল ব্যবসায়ীর সমিতির সভাপতি মো. রুবেল মিয়া বলেন, ‘আমি প্রতিবছরই এলাকার গরিব, অসহায় মানুষ, এতিম শিশু ও পথচারীদের মাঝে রান্না করা এই ইফতার বিতরণ করে এসেছি। এরই ধারাবাহিকতায় আজকে মোট এক হাজার প্যাকেটকৃত রান্না করা খাবার ইফতার হিসাবে বিতরণ করেছি। এলাকার গরিব অসহায় রোজাদার মানুষের মাঝে এই ইফতার বিতরণ করে আমি আত্মতৃপ্তি পাই। তাই প্রতিবছর এই কাজটা আমি করি।