পুলিশই জনতা, জনতাই পুলিশ শ্লোগানে পুলিশকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ। মাত্র তিন মাসেই অপরাধ দমনে সাহসিকতা ও যেকোন সমস্যা সমাধানের জন্য সরাসরি ওসির সাথে উম্মুক্ত আলোচনা করার সুযোগ করে দেওয়ায় সাধারণ মানুষের কাছে আলোচিত নাম ওসি তানভীর আহমেদ।
তিনি নরসিংদী থানায় যোগদানের পর থেকেই নিজ যোগ্যতা আর দক্ষতার পাশাপাশি সু মিষ্ট ব্যবহার দিয়ে থানার সচেতন ও সাধারণ এলাকাবাসীর মন জয় করে নিয়েছেন। তিনি থানায় যতক্ষণ থাকেন,ততক্ষণ উনার রুমের দরজা বন্ধ হয়না। তাই যারাই থানায় সেবা নিতে আসেন,তারা সরাসরি কথা বলতে পারেন ওসির সাথে।
তিনি এই থানায় যোগদানের পর থেকে থানা এলাকা থেকে টাউট-বাটপার ও দালালদের দৌরাত্ম বন্ধ হয়েছে। পুলিশী সেবা গ্রহীতাদের এখন আর দূর্ভোগ পোহাতে হয় না। মাদক বিরোধী অভিযানেও সফল হয়েছেন ওসি তানভীর আহমেদ ।
ধনী-গরীব সবার জন্য ওসির দরজা সব সময় উম্মুক্ত করার পাশাপাশি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করছেন তিনি।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলাপ কালে ওসি তানভীর আহমেদ বলেন, আমি গত ডিসেম্বরে থানায় যোগদান করার পর জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম স্যারের দিক নির্দেশনা ও তত্বাবধানে নরসিংদীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ভাব বজায় রাখতে সবসময় সচেষ্ট। আমি যোগদানের অল্প কিছু দিন পরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর আসনে দুজন প্রার্থী দলীয় কোন্দলে মুখোমুখি অবস্থানে ছিলেন। সাধারণ মানুষসহ নেতাকর্মীরা শংকিত ছিলেন, নির্বাচনের পূর্বে ও পরবর্তী সময়ে সহিংসতা নিয়ে। কিন্তু আমাদের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান পিপিএম স্যারের নির্দেশনা ও তত্বাবধানে আমার থানা এলাকায় কোন সহিংসতার ঘটনা ঘটতে দেইনি।
আমার থানা এলাকায় কেউ অপরাধ করে পার পায়না। অপরাধের সন্ধান পেলে আমি নিজেই অভিযানে নেমে পড়ি। আমি এখানে আসার পর হত্যা মামলা ও মাদক মামলার আসামী গ্রেফতারের পাশাপাশি ওয়ারেন্ট তামিল করেছি।
তিনি আরো বলেন, মানুষের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব। ওসি হিসেবে যতদিন কর্মরত আছি, ততদিন আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে আমার দায়িত্ব পালন করবো। যাতে করে মানুষ শান্তিতে ঘুমাতে ও স্বস্থিতে থাকতে পারে।