নারায়নগঞ্জের আড়াইহাজারে নোয়াগাঁও মোজাম্মেল হক হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুলের পাশে খোলা মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী,অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহণে ৩৪ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জুয়েনা ভূইয়ার সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন চেতনা টিভির হেড অব নিউজ ও আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক মাইনউদ্দিন সরকার,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জি: নয়ন পারভেজ ভূইয়া।
পুরষ্কার বিতরণ শেষে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রুফিকা মনি,সিনয়র শিক্ষক শাকিল মিয়া ও ইয়াসমিনা আক্তারের পরিচালনায় শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মনজয় করে নেয়।