মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

নরসিংদীর মনোহরদীতে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৩৭৪ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

মনোহরদী সংবাদদাতা: নরসিংদীতে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২২/২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সকল প্রয়াত ও সাবেক চেয়ারম্যানদের স্মরণে শনিবার বিকেলে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী এড.  নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। খেলা উদ্বোধন করেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন। টুর্নামেন্ট ফাইনালে অংশগ্রহন করে কোচেরচর ফুটবল একাদশ বনাম চরসনমানিয়া ফুটবল একাদশ। এতে কোচেরচর ফুটবল একাদশ বিজয়ী হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াষীশ রায়, বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা আলম আহম্মেদ সরকার, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদ উদ্দিন, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান তামান্না, মোহাম্মদ গিয়াস উদ্দিন সরকার, জসিম উদ্দিন ভূঁইয়া, মনোহরদী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম ইকবাল আহম্মেদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবীসহ আরও অনেকে। এই টুর্নামেন্ট পরিচালনায় ছিল হাতিরদিয়া ইউনাইটেড স্পোটিং ক্লাব ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ