শিরোনাম :
নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী নির্বাচিত শিশুশ্রম: অর্থ উপার্জনের এক নিষ্ঠুর চক্রে বন্দী শৈশব জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এপেক্স ক্লাব অব পল্লবীর পালাবদল নরসিংদীতে চাঁদার জন্য প্রবাসীর বাবাকে তুলে নিয়ে মারধর।। পুলিশ কর্তৃক উদ্ধার। নরসিংদীতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার নাকি অবহেলিত মাধবদীর বাসিন্দারা সৌদির রিয়াদে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে সংবর্ধনা নরসিংদী ডায়াবেটিক সমিতির নির্বাচন সম্পন্ন বি-বাড়ীয়া বাসীর আস্থার প্রতিক ওসি মোজাফফর রায়পুরায় মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে নরসিংদীতে স্মারকলিপি প্রদান
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

অভিযোগ পেয়ে অভিযানে পুলিশ, চেক ও খালি স্ট্যাম্প উদ্ধার

খন্দকার শাহিন: / ৫৩৬ বার
আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে আলগী কান্দাপড়া গ্রামের আব্দুল গাফফারের ছেলে ইব্রাহীমের কাছ থেকে ছয়টি চেক ও তিনটি খালি স্ট্যাম্প উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ। সোমবার (১৪ আগস্ট) রাতে মাধবদী থানার এএসআই কামরুজ্জামান এই চেক ও স্ট্যাম্প উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি তদন্ত মো. তারিকুল ইসলাম।
ওসি তদন্ত জানান, এর আগে রোববার (১৩ আগস্ট) বিকালে আব্দুল খালেক নামে এক দিনমুজুর কাঁঠালিয়া ইউনিয়নের আলগী কান্দাপাড়া গ্রামের আব্দুল গাফফারের ছেলে ইব্রাহীম ও ইসমাইল হোসেনের নামে থানায় লিখিত অভিযোগ করেন। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে,এম শহিদুল ইসলাম সোহাগ স্যার অবগত হয়।
পরে স্যারের নির্দেশে তাৎক্ষনিক থানা পুলিশ অভিযানে নামেন। অভিযুক্ত ইব্রাহীম ও ইসমাইল দুই ভাইকে এএসআই কামরুজ্জামান জিজ্ঞাসা করলে চেক ও খালি স্ট্যাম্প নেয়ার কথা স্বীকার করেন ইব্রাহীম। পরে সোমবার রাতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে থানা এসে মুচলেকা দিয়ে আব্দুল খালেক এর স্বাক্ষর করা খালি চেক ও খালি স্ট্যাম্প এএসআই কামরুজ্জামানের কাছে দেন ইব্রাহীম।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ শাখার সাংগঠনিক সম্পাদক শাওন খন্দকার শাহিন বলেন, রবিবার (১৩ আগস্ট) বিকালে দিনমুজুর আব্দুল খালেক ও তার স্ত্রী ইব্রাহীমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তা ব্যক্তিগত কার্যালয়ে আসেন। পরে ভুক্তভোগীর চেক ও খালি স্ট্যাম্প উদ্ধারের জন্য আইনী আশ্রয় নিতে সদর সার্কেল কে,এম শহিদুল ইসলাম সোহাগ সহ মাধবদী থানা পুলিশকে অবগত করেন তিনি।
পরে আব্দুল খালেক এর দেয়া এই অভিযোগটি আমলে নিয়ে চেক ও খালি স্ট্যাম্প দ্রুত উদ্ধার করায় কমিশনের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা করেন পুলিশ কর্মকর্তাদের।
কে এই ইব্রাহীম? অনুসন্ধানে নামেন স্থানীয় সংবাদকর্মী, মানববাধিকার কর্মি সহ বিভিন্ন সংস্থা।
যানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কাঁঠালিয়া ইউনিয়ন শাখা কমিটির আহ্বায়ক ইব্রাহীম। রাজনীতির আড়ালে দীর্ঘদিন ধরে রমরমা সুদের ব্যবসা তার। এই সুদি ইব্রাহীমের কাছ থেকে টাকা নিয়ে নিহর মানুষ নিঃস্ব হয়ে গেছে। ইব্রাহীমের কাণ্ডে অতিষ্ঠ এখন গ্রামবাসী। তার মধ্যযুগী নির্যাতন আর অত্যাচার ও মিথ্যা মামলায় আসামি হয়ে একাধিক ভুক্তভোগি এখন বাড়ি ছাড়া রয়েছেন। তাদের মধ্যে একজন আব্দুল খালেক সুদি ইব্রাহীমের ক্ষপ্পর থেকে বাঁচতে মাধবদী থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন।
স্থানীয়রা জানান, আলগী কান্দাপাড়া গ্রামের দক্ষিণ পাড়া সমাজের জামাই আব্দুল খালেক, পিতা আব্দুল খোরশেদ আইয়ুব আলী, পিতা মৃত সদর আলী (সদু ) কাঁঠালিয়া গ্রামের ইউসুফ আলীর মেয়ে শহরবানু, ডৌকাদী গ্রামের ইসব আলীর ছেলে নুর ইসলাম, মৈষাদী গ্রামের মৃত মোজাফফর এর ছেলে শাহ আলম, কাঁঠালিয়া গ্রামের ব্যাঙা বাড়ির রূপ মিয়ার ছেলে ইসমাইল মিয়া সহ আরো অনেকে এই সুদি ইব্রাহীমের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন।
তার সুদের ব্যবসা বন্ধ করা সহ চেকের মামলা গুলো প্রত্যাহার করে তার ফাঁদে পড়া নিরহ মানুষ গুলোকে মুক্তি দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ