“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
দিবসটি উপলক্ষে নরসিংদীর সকল সরকারী দপ্তর প্রধানদের অংশগ্রহণে র্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নেতৃত্বে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসকের বাংলোর সামনে গিয়ে মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, সিভিল সার্জন ডা. আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম শামসুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ কমিটি সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক এনামুল হক, নরসিংদী জেলা কমিটির সহসভাপতি তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির, সদস্য হলধর দাস, মিল্লাত হোসেন ও পারভীন বেগম, এলজিইডি নরসিংদীর সহকারী প্রকৌশলী শাহআলম মিয়া,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ।