নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেছেন, বিএনপি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দল নয়, বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জনগণের দল। বিএনপির মনোনয়ন পেতে হলে দলের ত্যাগী নেতা হতে হবে। যারা দলের জন্য মামলা হামলার শিকার হয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান তাদের মুল্যায়ন করবেন। রায়পুরার মনোনয়ন তিনিই পাবেন,যিনি দলের জন্য জীবন বাজী রেখে কাজ করেছেন, কর্মীদের সাথে সু সম্পর্ক রেখেছেন। সোমবার বিকেলে নরসিংদীর রায়পুরায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহসভাপতি জামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া,জাহাঙ্গীর আলম বাদল, এম এ কুদ্দুস, এড.নজরুল ইসলাম।
রায়পুরা পৌরসভা মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের সঞ্চালনায়
বক্তারা বলেন, বিএনপির মনোনয়ন ঠিক করবেন, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। যারা বলেন গ্রীন সিগনাল পেয়েছেন, তারা কর্মীদের সাথে প্রতারণা করছেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে জানিয়েছেন, মনোনয়নের গ্রীন সিগনাল দল নয়, কিছু মিডিয়া প্রদান করেছেন। তারা আরো বলেন,রায়পুরার মনোনয়ন কোন অতিথি পাখির মতো নেতাকে দেওয়া হবে না।
এসময় উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন।