৪ মার্চ মঙ্গলবার এপেক্স ক্লাব অব উত্তরার আয়োজনে শাহজাহানপুর কবি বেনজির বাগান মাঠে কম ভাগ্যবানদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইফতার পূর্বে মোনাজাত পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেঃ মোঃ মাকছুদুর রহমান। উপস্থিত ছিলেন পিএনপি এপেঃ আবদুল মতিন সিকদার, এনওয়াইসিডি এপেঃ এবিএম আজরাফ টিপু , এনইডি এপেঃ রফিক ও এপেক্স ক্লাব অব উত্তরার প্রেসিডেন্ট এপে: মেজবাহ, এপে: হৃদয় হোসেন, নিসারুল হক ভুইঁয়া জুয়েল সহ অন্যান্য এপেক্সিয়ানবৃন্দ।