শিরোনাম :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

ঐতিহ্যের উচ্ছ্বাসে মুখরিত শিক্ষার্থীদের পিঠা উৎসব

স্টাফ রিপোর্টার / ৪৪ বার
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ব্রাহ্মন্দী গালর্স হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আয়োজনে তারুণ্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকালে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন নাজির এর সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য সচিব ও স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী আলহাজ্ব মনজুর এলাহী উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় স্কুল এন্ড কলেজের ম্যানেজিং বডির সদস্য, দাতা সদস্য, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগত অতিথিরা এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
শিক্ষার্থীদের স্টল পরিদর্শন করে দেখা যায়, নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিঠার ঘ্রাণে এ শ্লোগানে শিক্ষার্থীরা ফাল্গুনি আমেজ, নবান্নের পিঠা উৎসব, রকমারী পিঠা উৎসব, লবঙ্গ লতিক পিঠা উৎসব, নিকুঞ্জ পিঠাঘর, পিঠা পুলির ঝুরি পিঠাঘর, বাংগালিয়া, পিঠা যাবে পেটুক বাড়ি সহ বিভিন্ন নামে প্রায় ২০টি স্টলের মাধ্যমে হরেকরকমের বাহারি সুস্বাদু পিঠার প্রসরা সাজিয়ে বসেছেন। এতে শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্যের উচ্ছ্বাসে মুখরিত পিঠার আমেজ লক্ষ্য করা যায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ