চেতনা রিপোর্টঃ রাজধানী ঢাকা’র বিশ্ব সাহিত্য কেন্দ্রে এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ এর ন্যাশনাল বোর্ড মেম্বারদের ওরিয়েন্টেশন পোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারী এনএডি এপেক্সিয়ান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাব অব বাংলাদেশ’র ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম সায়েম টিপু।
অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন নিউজ প্রেজেন্টার নাজিয়া কনা। এসময় উপস্থিত ছিলেন, এলজি এন্ড পিএনপি আসলাম হোসেন, এলজি এন্ড পিএনপি আঃ রউফ দিলীপ, এলজি এন্ড আনিসুজ্জামান সাথিল, এলজি আশরাফুল হক মানিক, পিএনপি আঃ মাতিন সিকদার, আইপিএনপি সামসুন নাহার আজিজ লীনা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন প্রোগ্রামে সকলকে এপেক্স আন্দোলন এগিয়ে নেয়ার আহবান জানান তারা।