নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যানের বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাত ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের হামলা ও গুলিতে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হন।শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়ীতে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ হলেন, চেয়ারম্যানের ভাই শাকিল খানের স্ত্রী শান্তা ইসলাম (২৪)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ইউনিয়ন পরিষদের আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাঁধা দিতে গিয়ে হামলাকারীদের গুলিতে চেয়ারম্যানের ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম নিহত হয়। চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেল জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুপুরে শ্রীনগর ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে একাধিক মামলার আসামী সোহেল মিয়াসহ ১০/১২ জন মিলে পিস্তল, বন্দুক, দা, ছুরি নিয়ে প্রথমে ইউনিয়ন পরিষদ ও পরে আমার বাড়িতে অর্তকিত হামলা চালায়। আমাকে বাড়িতে না পেয়ে তারা আমার বাড়ি ও পরিষদ ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এসময় আমার ছোট ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম বাঁধা দিতে এলে তাকে গুলি করে একাধিক মামলার আসামী সোহেল। এসময় শান্তা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
চেয়ারম্যানের চাচী সাজেদা খানম বলেন, সোহেলের নেতৃত্বে ১০/১২ লোক আমাদের বাড়ীতে উঠে রাসেল চেয়ারম্যানকে খুঁজতে থাকে। রাসেল চেয়ারম্যান বাড়িতে না থাকায় তারা ভাংচুর ও লুটপাট করতে থাকে। এসময় শান্তা তাদেরকে বাঁধা দিতে গেলে আমার চোখের সামনে সোহেল শান্তাকে পিঠে গুলি করে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব জানান, গৃহবধূ শান্তা ইসলামকে (২৪) মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার পিঠে গুলির চিহ্ন রয়েছে।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আদিল মাহমুদ বলেন, শ্রীনগর ইউনিয়ন পরিষদ ও রাসেল চেয়ারম্যানের বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। ঘটনা শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি। হাসপাতাল ও রাসেল চেয়ারম্যানের বাড়ীতে পুলিশের ফোর্স ইতিমধ্যে পাঠানো হয়েছে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো মূহুর্তে বড় ধরনের সংঘর্ষ ঘঠতে পারে বলে আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী।