শিরোনাম :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

সায়েম টিপু এপেক্স ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত

স্টাফ রিপোর্টার / ৭৭ বার
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি হলেন এপেক্সিয়ান (এপে.) এম সায়েম টিপু। গত শনিবার এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ৪৯তম জাতীয় সম্মেলনে জাতীয় সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি সংগঠনের ২০২৫ বর্ষের জাতীয় কার্যক্রম পরিচালনা করবেন।
গত শুক্র ও শনিবার রাজধানীর কাকরাইলের সার্কিট হাউজ রোডের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) অডিটরিয়ামে দুইদিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান। দুই দিনব্যাপী ৪৯তম জাতীয় সম্মেলনের প্রথম দিনের (শুক্রবার) প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক খালেদা বেগম।
সম্মেলনে ১৭ সদস্য বিশিষ্ট এপেক্স জাতীয় বোর্ডের শপথ বাক্য পাঠ করান এপেক্স বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি লাইফ গভর্ণর ও এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এপে. আবদুর রউফ দিলীপ।
কমিটির অন্য সদস্যরা হলেন- জাতীয় সহসভাপতি (এনভিপি) এপে. আবু নাঈম মো. মাকসুদুর রহমান, সদ্য অতীত জাতীয় সভাপতি এপে. শামসুন নাহার আজীজ লীনা, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক (এনআরআইডি) এপে. কেএম রাশেদুজ্জামান খান, জাতীয় যুব ও নাগরিকত্ব বিষয়ক পরিচালক (এনওয়াইসিডি) এবিএম আজরাফ টিপু, জাতীয় সেবা পরিচালক (এনএসডি) প্রবাল চৌধুরী, জাতীয় কর্ম পরিচালক (এনএডি) এপে. মো. রফিকুল ইসলাম, জাতীয় সম্প্রসারণ পরিচালক (এনইডি) এপে. শাহনাজ পারভীন সেতু।
এ ছাড়া অঞ্চল ভিত্তিক জেলা গর্ভনরা হলেন- জেলা-০১ তুষার কান্তি ঘোষ (এপেক্স ক্লাব অব নরসিংদী); জেলা-০২ এপে. মো. রাবিব হাসান (এপেক্স ক্লাব অব গাজিপুর); জেলা-০৩ এপে. দিলীপ কুমার বড়ুয়া (এপেক্স ক্লাব অব বান্দরবান); জেলা-০৬ এপে. শেখ মো. আমির হামজা (এপেক্স ক্লাব অব খুলনা) জেলা-০৯ এপে. মাসুদ রানা (এপেক্স ক্লাব অব বরেন্দ্র)। জাতীয় সচিব (এনএস) শেখ আরিফুর রহমান রাজু, জাতীয় কোষাধ্যক্ষ (এনটি) এপে. দীনা ফারজানা জহির।
এ ছাড়া সম্মেলন কমিটির চেয়ারম্যান ও লাইফ গভর্নর এপে. আশরাফুল হক মানিকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, সদ্য অতীত জাতীয় সভাপতি এপে. শাসমুন নাহার আজীজ লীনা, অতীত সভাপতি এপে. মো. আবদুল মতিন শিকদার, অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর এপে. আনিসুজ্জামান শাতিল, অতীত জাতীয় সভাপতি ও লাইফ গভর্নর এপে.আসলাম হোসেন প্রমূখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ