শিরোনাম :
নরসিংদীতে ৬৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ প্রতারণার নতুন কৌশল কোটি টাকা হাতিয়ে লাপাত্তা স্বামী-স্ত্রী নরসিংদীতে আওয়ামী ডেভিলদের বাঁচাতে মরিয়া বিএনপি নেতারা নরসিংদীতে নকশিসের ইফতার ও দোয়া মাহফিল নরসিংদীতে পৃথক ঘটনায় গর্ভবতী মহিলাকে দলবদ্ধ ধর্ষণ ও শিশুকে ধর্ষণের চেষ্টা রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেম্বার অব কমার্সের মতবিনিময় আড়াইহাজারের ইউপি চেয়ারম্যান আওয়ামী ডেভিল লাক মিয়া গ্রেফতার এপেক্স ক্লাব অব উত্তরার ইফতার মাহফিল সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মা “নরসিংদীতে আন্তঃনগর ট্রেন সমূহের যাত্রাবিরতি এবং পর্যাপ্ত সংখ্যক আসন বরাদ্দের ব্যবস্থা জন্য স্বারকলিপি প্রদান”
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে গোলাগুলি: আতংকিত সাধারণ মানুষ

বশির মোল্লা / ৮০ বার
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বি-বাড়িয়ায় মেঘনা নদীতে ইজারাকৃত বালু মহল থেকে মাঠি কাটার নির্ধারিত স্থান বাদ দিয়ে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিরোধ। এ নিয়ে প্রতিনিয়ত চলছে গোলাগুলি। বালু খেকোদের গোলাগুলিতে আতংকিত সাধারণ মানুষ। জানাযায়, বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার জাফরাবাদ এলাকার মেঘনা নদীর বালু মহল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অনুমতি পায় ইজারাদার শোভন মিয়া, লতিফ মিয়া, হযরত আলী ও ইট ভাটার মালিক খগেন। অপর দিকে ইজারার শেয়ার হানিফ মাস্টার ও কালাম মিয়া গংদের মধ্যে বালু উত্তোলন নিয়ে বিরোধ চলে আসছে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে প্রতিনিয়ত গোলাগুলি চলছে। বি-বাড়িয়ায় ইজারাকৃত মেঘনা নদী থেকে মাঠি কাটার নির্ধারিত স্থান বাদ দিয়ে নরসিংদীর রায়পুরা চরমধুয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন তারা।
স্থানীয়রা জানান, বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার জাফরাবাদ এলাকায় মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে মাঠি কাটার জন্য মেসাস মুন্সী ট্রেডার্স এর মালিক বি-বাড়িয়া জেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবন এর লাইসেন্সে বি-বাড়িয়া জেলা প্রশাসন ইজারা প্রদান করেন এতে শর্তথাকে যে, জাফরাবাদ এলাকার বালু মহল থেকে ৩২একর জায়গায় দশটি চুম্বক ড্রেজার দিয়ে মাঠি উত্তোলন করবেন তারা। গত ৫ই আগস্ট এর পর থেকে ইজারাদার শোভন মিয়া গা ডাকা দিলে বালু মহল পরিচালনা নিয়ে ইজারাদার ও শেয়ারদের মধ্যে বিরোধ চলে আসছে এর দ্বারা বাহিকতায় আজ সকালে শেয়ারদের দুই গ্রæপের মধ্যে তুমুল গোলাগুলি মধ্য দিয়ে সংঘর্ষ হয়েছে, কোন গ্রæপেরই হতাহতের ঘটনা ঘটেনি। তাদের একটি গ্রæপের নেতৃত্ব দিচ্ছেন ইজারাদার শোভন মিয়া, লতিফ মিয়া, হযরত আলী ও ইট বাটার মালিক খগেন অপর গ্রæপের নেতৃত্ব দিচ্ছেন হানিফ মাস্টার ও কালাম মিয়া গংরা।
স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অন্তত প্রায় ৭০টি অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু বুঝায় স্টিলের নৌকা দিয়ে অবৈধভাবে বালু বিক্রি করে আসছে । প্রতিদিন অবৈধভাবে প্রায় অর্ধ কোটি টাকা বালু বিক্রি করা হচ্ছে, বালু দূস্যদের আগ্নেয়আস্ত্র দাঁড়ালো অস্ত্রেও ভয়ে কেউ কথা বলতে সাহস পায়না,প্রতিবছরে এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে চর মধুয়া ইউনিয়নের নদী ভাঙ্গনের শত শত বাড়ি ঘর মেঘনা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বি-বাড়িয়ার ইজারাকৃত মেঘনা নদী থেকে মাঠি কাটার নির্ধারিত স্থান বাদ দিয়ে জোরপুর্বক অবৈধ অস্ত্র নিয়ে নরসিংদীর রায়পুরা চরমধুয়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে হবে।
গত ১৬ই জানুয়ারি নরসিংদী রায়পুরায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করতে গেলে পুলিশ ও সাংবাদিকদের দুটি স্পিডবোটকে লক্ষ্য করে গুলি বর্ষণ করেন বালু দূস্যরা। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাসুদ রানা, সেখান থেকে মোবাইল কোর্টের অভিযানে বালু উত্তোলনের দিয়ে একটি ড্রেজার মেশিন সহ দুই জনকে আটক করে ১০ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। তিনি আরো জানান, হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ