নারায়ণগঞ্জ আড়াইহাজারে নোয়াগাঁও মোজাম্মেল হক হাইস্কুলের ২০২৪ সালের শিক্ষার্থীদের চুড়ান্ত পরিক্ষার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের পাশে উম্মুক্ত মাঠে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েনা ভুইয়ার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজকের চেতনা পত্রিকার বার্তা সম্পাদক ও চেতনা টিভির হেড অব নিউজ মাইনউদ্দিন সরকার, পুরিন্দা কে এম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম,সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি রেজাউল করিম,সহ সভাপতি বাকির মোল্লা।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নয়ন পারভেজ ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মুসকান থ্রী পিসের স্বত্বাধিকারী হারুন অর রশীদ হৃদয়,আড়াই হাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সালাউদ্দিন সুমন, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি তানভীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজল।
বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম,দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী ও সেরা অভিভাবক,শিক্ষক-শিক্ষার্থীকে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
২০২৪ সালের সেরা শিক্ষক হিসেবে সিনিয়র শিক্ষক আবু সালেক,সেরা শিক্ষার্থী হিসেবে জিনাত ফায়িজাহ এবং সেরা অভিভাবক হিসেবে মুক্তা সেন,সাথী আক্তার ও সালমা আক্তার নির্বাচিত হয়েছেন।
পুরষ্কার বিতরণ শেষে বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা মোজাম্মেল হক ভূইয়া, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবা মোস্তাফিজুর রহমানসহ ৫ আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।