নরসিংদী জেলা স্কাউট এন্ড রোভার এর আয়োজনে ৬৭তম জোটা ২৮তম জুটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নরসিংদী জিলা বিয়াম স্কুল হলরুমে অনুষ্ঠিত প্রোগ্রামে সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট রাশেদ হোসেন চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান।
সমাপনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, নরসিংদী জেলা স্কাউটের সম্পাদক ও ব্রাক্ষন্দী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন নাজির।
এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী জেলা রোভারের সম্পাদক আব্দুল বাতেন, নরসিংদী জিলা বিয়াম স্কুলের অধ্যক্ষ ইয়াসিন আরাফাত।
নরসিংদী জেলা স্কাউট এন্ড রোভারের ১০৪ জন সদস্য জোটা – জুটি প্রোগ্রামে অংশ গ্রহণ করেন।