শিরোনাম :
নরসিংদীতে নদী ভাঙ্গনের কবলে পড়া অসহায় পরিবার গুলো কোন সহযোগিতা পাচ্ছেন না। জেলা প্রশাসন নিরব ভূমিকায়! নরসিংদীর মাধবদীতে মরণ নেশা ইয়াবার থাবায় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে  খুনের দায়ে নরসিংদীর সাবেক এমপি রোজী গ্রেফতার।। ওমেন চেম্বার দখলের অভিযোগ।। নরসিংদীতে উল্লাস নরসিংদীতে সম্পত্তি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ মূখ্য সচিব হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন মিয়া নরসিংদীতে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-১ নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে একজনকে জবাই করে হত্যা  মেহেরপাড়া ইউপি চেয়ারম্যানকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনার্থে আলোচনা ও দোয়া মাহফিল সিটি করপোরেশন ও পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করে প্রজ্ঞাপন
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

নরসিংদীতে ৫টি আসনে মনোনয়ন জমা দিলেন ৪৩ জন

স্টাফ রিপোর্টার / ৪১৭ বার
আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। সারাদেশের নেয় নরসিংদীতেও ৫টি আসনে ভোটযুদ্ধে অংশ নিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। শেষ দিনে মনোনয়ন জমা দিয়েছেন ৪৩ জন প্রার্থী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। এ সময় প্রার্থীরা আচরণ বিধি মেনে দলীয় নেতা ও সমর্থকদের নিয়ে স্ব-স্ব মনোনয়ন জমা দেন তারা। মনোনয়ন জমা দিতে আসা অধিকাংশ প্রার্থীরা তাদের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান।
এখন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া ৫টি আসনের মধ্যে নরসিংদী সদর-১ আসনে ১০ জন। এরা হলেন- মোহাম্মদ নজরুল ইসলাম হিরো (আওয়ামী লীগ), মোঃ কামরুজ্জামান (স্বতন্ত্র), মোঃ ছবির মিয়া (বাংলাদেশ তরিকত ফেডারেশন), আওলাদ হোসেন মোল্লা (জাকের পার্টি), মোঃ ওমর ফারুক মিয়া (জাতীয় পার্টি), শাজাহান মিয়া (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া (কংগ্রেস), মোঃ জলিল সরকার (তৃণমূল বিএনপি), মোঃ আক্তারুজ্জামান ও মোঃ জাকারিয়া (স্বতন্ত্র)।
নরসিংদী-২ আসনে ৭ জন। এরা হলেন- আনোয়ারুল আশরাফ খান (আওয়ামী লীগ), জায়েদুল কবির (জাসদ), এএনএম রফিকুল আলম সেলিম (জাতীয় পার্টি), আলতামাশ কবির, মোঃ মাসুম বিল্লাল, কামরুল আশরাফ খান ও আফরোজা সুলতানা (স্বতন্ত্র)।
নরসিংদী-৩ আসনে ১০ জন। এরা হলেন- ফজলে রাব্বি খান (আওয়ামী লীগ), এএমএম জাহাঙ্গীর পাঠান (জাতীয় পার্টি), মুহাম্মদ নুরুজ্জামান (ইসলামী ঐক্যজোট), সুশান্ত চন্দ্র বর্মন (তৃণমূল বিএনপি), মিরানা জাফরিন চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মোঃ মাহফুজুর রহমান (গণফোরাম), ডা.মোঃ আলতাফ হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, মোঃ মাসুম মৃধা ও ফেরদৌসি ইসলাম (স্বতন্ত্র)।
নরসিংদী-৪ আসনে ৬ জন। এরা হলেন- নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (আওয়ামী লীগ), মোঃ ফজল মিয়া (জাকের পার্টি), এমদাদুল হক (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট), মোঃ হারুন অর রশিদ (কংগ্রেস), মোঃ কামাল উদ্দিন (জাতীয় পার্টি) ও মোঃ সাইফুল ইসলাম খান বীরু (স্বতন্ত্র)।
নরসিংদী-৫ আসনে ১০ জন। এরা হলেন- রাজিউদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), মোঃ নাজমুল হক সিকদার (গণফ্রন্ট), মোঃ শহিদুল ইসলাম (জাতীয় পার্টি), মুফতি আব্দুল কাদের মোল্লা (ইসলামী ঐক্যজোট), বিল্লাল মিয়া (জাকের পার্টি), মমতাজ মহল (কংগ্রেস), মোঃ মাহফুজুর রহমান (জাসদ), মোঃ বিটু মিয়া (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) মিজানুর রহমান ও মোঃ সোলেমান খন্দকার (স্বতন্ত্র)।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউজ্জামান জানান, প্রত্যেক প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি মেনে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত, নির্বাচনে ভোটগ্রহণ ৭ জানুয়ারি সকাল ৮টা-বিকেল ৪টা পর্যন্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী’র ৫টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ৪৭ হাজার ২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১৫ হাজার ৭৯০ জন এবং নারী ভোটার ৭ লাখ ৩১ হাজার ২৩৩ জন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ