মনোহরদী সংবাদদাতাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নরসিংদীর মনোহরদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর তামাককান্দা এলাকায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোহরদী-বেলাব আসনের সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপি ও আহবায়ক মনোহরদী উপজেলা বিএনপি আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ সরকার দুলন, ওলামা দলের সাধারণ সম্পাদক হাজী ওসমান গনী, মৎস্যজীবী দলের সভাপতি সামসু উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক আকন্দ প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।