গত ২৪ ফেব্রুয়ারী নরসিংদী আইডিয়েল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নূর এ আলম খানে সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আক্রাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এড. আকবর হোসেন ভূইয়া।
প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তার বক্তব্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এছাড়াও ২৫ ফেব্রুয়ারী বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম।