শিরোনাম :
প্রতারণার নতুন কৌশল কোটি টাকা হাতিয়ে লাপাত্তা স্বামী-স্ত্রী নরসিংদীতে আওয়ামী ডেভিলদের বাঁচাতে মরিয়া বিএনপি নেতারা নরসিংদীতে নকশিসের ইফতার ও দোয়া মাহফিল নরসিংদীতে পৃথক ঘটনায় গর্ভবতী মহিলাকে দলবদ্ধ ধর্ষণ ও শিশুকে ধর্ষণের চেষ্টা রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেম্বার অব কমার্সের মতবিনিময় আড়াইহাজারের ইউপি চেয়ারম্যান আওয়ামী ডেভিল লাক মিয়া গ্রেফতার এপেক্স ক্লাব অব উত্তরার ইফতার মাহফিল সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মা “নরসিংদীতে আন্তঃনগর ট্রেন সমূহের যাত্রাবিরতি এবং পর্যাপ্ত সংখ্যক আসন বরাদ্দের ব্যবস্থা জন্য স্বারকলিপি প্রদান” চুয়াওরের অলৌকিক শিশু” বইয়ের পাঠ পর্যালোচনা
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৪২ বার
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

চেতনা রিপোর্টঃ নরসিংদীতে জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী দুই পর্বে মাদ্রাসা মাঠে বিভিন্ন ইভেন্টস’র মধ্য দিয়ে এই ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জামেয়া কাসেমিয়া ট্রাস্ট এর সিনিয়র ভাইস চেয়ারম্যান এবিএম বোরহান উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের মো: শামসুজ্জামান, জেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো: আকরাম হোসেন, জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার খাদিজাতুল কুবরা, নারায়ণগঞ্জ মদনপুর বারাকা হাসপাতালের পরিচালক ডা: মো: আব্দুল মালেক প্রমূখ। এছাড়া জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ শায়খ মো: আবদুস ছামাদ আজাদ, অধ্যাপক মো: মকবুল হোসাইন, মো: আবু হাসান ভূঞা, মাদরাসার ছাত্র সংসদ এর ভিপি মাহফুজুর রহমান, জিএস মো: মুজাহিদুল ইসলাম সাদেক, একই মাদ্রাসা’র শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। এ সময় তিনি নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা’র শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও নিজেদের তুলে ধরতে উৎসাহ দেন।

এর আগে সকালে অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী।

অপরদিকে জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ একইদিনে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ