ফতোয়া বোর্ড নরসিংদীর আয়োজনে জেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম,মসজিদের ইমাম,খতিব ও সুশীল সমাজের নেতৃবৃন্দের নিয়ে ফিকহী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো: শফিকুল ইসলাম খোকন।
ফতোয়া বোর্ড নরসিংদীর চেয়ারম্যান মুফতি মোস্তফা ফারুকীর সভাপতিত্বে কনফারেন্সে বিষয় ভিত্তিক ফিকহী আলোচনা করেন, চট্রগ্রাম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি জসিম উদ্দিন, মুফতি জসিম উদ্দিন রাহমানী ঢাকা,মুফতি মোহাম্মদ মুসা কাসেমী নারায়ণগঞ্জ, মুফতি তাওহিদুল ইসলাম ঢাকা,মুফতি মোহাম্মদ আলী কাসেমী ঢাকা, মুফতি আব্দুল্লাহ যুবাইর নরসিংদী।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশের উপদেষ্টা আল্লামা ইসমাইল নুরপুরী,তানযীমুল মাদারিসিল কওমিয়া নরসিংদীর সভাপতি মাওলানা শওকত হোসাইন সরকার, হালিমা সা’দিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখুল হাদিস মুফতি আব্দুর রহিম কাসেমী।
আলোচনা সভা শেষে ফতোয়া বোর্ড সংশ্লিষ্ট আত তাখাসসুস ফিল ফিক্কহিল ইসলামী বিভাগ থেকে ২০২৪-২৫ সেশনের ২২ জন মুফতিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এসময় ফতোয়া বোর্ডের প্রাক্তন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।