শিরোনাম :
প্রতারণার নতুন কৌশল কোটি টাকা হাতিয়ে লাপাত্তা স্বামী-স্ত্রী নরসিংদীতে আওয়ামী ডেভিলদের বাঁচাতে মরিয়া বিএনপি নেতারা নরসিংদীতে নকশিসের ইফতার ও দোয়া মাহফিল নরসিংদীতে পৃথক ঘটনায় গর্ভবতী মহিলাকে দলবদ্ধ ধর্ষণ ও শিশুকে ধর্ষণের চেষ্টা রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেম্বার অব কমার্সের মতবিনিময় আড়াইহাজারের ইউপি চেয়ারম্যান আওয়ামী ডেভিল লাক মিয়া গ্রেফতার এপেক্স ক্লাব অব উত্তরার ইফতার মাহফিল সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মা “নরসিংদীতে আন্তঃনগর ট্রেন সমূহের যাত্রাবিরতি এবং পর্যাপ্ত সংখ্যক আসন বরাদ্দের ব্যবস্থা জন্য স্বারকলিপি প্রদান” চুয়াওরের অলৌকিক শিশু” বইয়ের পাঠ পর্যালোচনা
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

দ্যা সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের দায়িত্বে গাফ্ফার ও মুনশাদ

স্টাফ রিপোর্টার / ৫১ বার
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি সলিসিটরদের সংগঠন ‘দি সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস’ এর ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মুহাম্মাদ নুরুল গাফ্ফার প্রেসিডেন্ট ও মুহাম্মাদ মুনশাদ হাবিব চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।
পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে গত শুক্রবার ভোট গণনা শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে ১৩৬ ভোট পেয়ে মুহাম্মদ নুরুল গাফফার নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ কামরুল হাসান পেয়েছেন ৬৭ ভোট। অপরদিকে জয়েন্ট ট্রেজারার পদে ১০৯ ভোট পেয়ে শহীদুল ইসলাম নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহামান পেয়েছেন ৭৭ ভোট।
নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যরা হলেন প্রেসিডেন্ট মুহাম্মাদ নুরুল গাফফার; ভাইস প্রেসিডেন্ট তাহমিনা কবীর, মো. ইকবাল হোসেন, আব্দুল হালিম সরকার ও কাহার চৌধুরী। জেনারেল সেক্রেটারি মুনসাত হাবিব চৌধুরী; জয়েন্ট সেক্রেটারি ফজলে ইলাহী ও ইমরুল শেখ ইমু; অর্গানাইজিং সেক্রেটারি সালাহউদ্দীন সুমন; ট্রেজারার মোহাম্মদ সেলিম; জয়েন্ট ট্রেজারার শহিদুল ইসলাম; ট্রেনিং ও এডুকেশন সেক্রেটারি ফেরদৌসী কবীর; প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি ফারজানা আফরোজা এবং কালচারাল ও কমিউনিটি সেক্রেটারি কাজী আশিকুর রহমান। এছাড়াও এহসানুল হক, শাহ মিসবাহুর রহমান, এম এ শাফী, মুহাম্মদ সাঈদ বাকি, সুহেল আহমেদ, আবু নোমান, এবং আব্দুর রউফ রুবেল গভর্নিং বডির সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
দ্বিবার্ষিক এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার জাজ বেলায়েত হোসেনের নেতৃত্বে ব্যারিস্টার সাইফুল ইসলাম ও সলিসিটর মাসুদ চৌধুরী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রথম পর্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় বিদায়ী প্রেসিডেন্ট ফরিদা হাকিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহাদী হাসানের সঞ্চালনায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বিগত বছরের আয় ব্যায়ের হিসাবসহ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী ট্রেজারার মুনসাত হাবিব চৌধুরী ও জয়েন্ট ট্রেজারার কাহার চৌধুরী।
এসবিবিএস এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবারের অন্যতম প্রতিপাদ্য। এতে ইয়াং লয়ার অব দ্যা ইয়ার হিসেবে সজিব হোসেন, ল’ ফার্ম অব দ্যা ইয়ার হিসেবে উইলডান লিগ্যাল সলিসিটরস, লয়ার অব দ্যা ইয়ার হিসেবে যৌথভাবে জাবির মিয়া ও ফজলে ইলাহী এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসাবে তৌফিক হোসাইনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এওয়ার্ড এর বিচারক প্যানেলে ছিলেন ব্যারিষ্টার ইসলাম খান ও জাজ মুহাম্মদ বেলায়েত হোসাইন। এছাড়া ফেরদৌসী কবীরকে এসবিবিএস প্রেসিডেন্টস এওয়ার্ড ও জাজ মুহাম্মদ বেলায়েত হোসাইনকে এসবিবিএস অনাররী এওয়ার্ড প্রদান করা হয়।
ব্রিটেনের আইন পেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান এক মিলন মেলায় পরিণত হয়। সলিসিটর সুবের আখতারের উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ হাইকোর্টের বিচারপতি স্যার আখলাক চৌধুরী, ব্যারিস্টার মোজাম্মেল হোসেন কেসি, ব্যারিস্টার সুলতানা তফাদার কেসি , ব্যারিস্টার জেইন মালিক কেসি, ব্যারিস্টার আনিস রহমান ওবিই, বিচারপতি ঈমান আলী, টাওয়ার হ্যমলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, সলিসিটর রেগুলেশন অথরিটির শন হিউজ এবং এসবিবিএস প্রতিষ্ঠাতা সভাপতি সহুল আহমেদ মুকু।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজির আহমেদ, ব্যারিষ্টার শাহাদাত করিম, দেওয়ান মেহেদী, লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি জুবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ বিবিসিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দার, ব্যারিস্টার সায়েদ আফজাল জামি, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, ব্যারিস্টার শাম উদ্দিন, ফকরুল ইসলাম এবং একাউন্টেন্ট রফিক আহমেদ প্রমুখ।

সংগৃহীত। 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ