চেতনা রিপোর্ট: নরসিংদীর মনোহরদীতে চরমান্দালীয়া ইউনিয়নে কৃষক দলের সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় দলটির আবুল কাশেম, দেলোয়ার, সেকান্দর, আলী হোসেনসহ ৫ নেতাকর্মী আহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় একই ইউনিয়নের পশ্চিম চরমান্দালীয়া টাউয়ারের মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এই হামলার প্রতিবাদে একইদিন বিকেল ৫ টায় এক প্রতিবাদ সভা করেছেন কৃষক দলের নেতৃবৃন্দ।
সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষকদের ঐক্যবদ্ধ ও সংগঠনকে শক্তিশালী করতে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করছে কেন্দ্রীয় কৃষকদল। ঐ কর্মসূচির অংশ হিসেবে মনোহরদী উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নে কৃষক সমাবেশের আয়োজন করে স্হানীয় কৃষকদল। এই সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরও আমন্ত্রণ জানালেও সমাবেশে আসেনি তারা। মনোহরদীতে পশ্চিম চরমান্দালীয়া টাউয়ার মোড়ে কৃষকদের নিয়ে সমাবেশের প্রস্ততিকালে লাঠি সোটা নিয়ে সভাস্থলে এসে হামলা ও ভাঙচুর চালায় স্থানীয় বিএনপি নামধারী সঙ্গবদ্ধ একটি সন্ত্রাসীদল।
নরসিংদী–৪ এর সাবেক সাংসদ সংস্কারপন্থী নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল ও উপজেলা বিএনপির সদস্য সচিব দোলনের নির্দেশে জুয়েল, গোলাপ, শাহিন, শফিকুল, আবু তাহের ও মজিবুরসহ অজ্ঞাতনামা আরো অনেকে মিলে সভাস্থলে এই হামলা চালায় বলে জানিয়েছেন স্হানীয় কৃষকদলের নেতাকর্মীরা।
সভায় বক্তরা মনোহরদীর সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচারী খুনি হাসিনা সরকার আমলে সাবেক শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের নিকটাত্মীয় হওয়ার সুবাদে মনোহরদী–বেলাবো’তে স্হানীয় নির্বাচনগুলোতে বিএনপি প্রার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে এই সাবেক এমপি বকুল।
তারা আরো বলেন, জুলাই–আগস্টের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর মনোহরদীতে নদী, বাজার, বাস–টেম্পো স্ট্যান্ড দখল, ফসলী জমির মাটিকাটা ও চাঁদাবাজির রাম–রাজত্ব কায়েম করেছে উপজেলা বিএনপির সদস্য সচিব দোলন। তার এসব দলের নীতি বিরোধী কার্যকলাপে নস্ট হচ্ছে বিএনপির দলীয় ভাবমূর্তি। হামলাকালে কৃষকদলের নেতাকর্মীদের মারধর ও সাথে থাকা মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় তারা। এসময় সভাস্থলে আনা চেয়ার–টেবিল, মাইক্রোফোন, মাইকসহ আশপাশের দোকান–পাট ও রাইসমিল ভাঙচুর করে সন্ত্রাসীরা বলে জানান বক্তারা। এদিকে এ ঘটনায় বিএনপি’র সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল ও মনোহরদী উপজেলা বিএনপি সাধারণ সদস্য সচিব আমিনুর রহমান সরকার (দোলন) হুকুমেই এ হামলা করেছে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীরা বলে অভিযোগ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের।
সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম আপেল, সদস্য সচিব দিপক কুমার বর্মন প্রিন্স, মনোহরদী উপজেলা কৃষকদলের আহবায়ক আলী আকবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া, সাবেক ছাত্রনেতা খ ম কামরুল ইসলাম, মহসীন কবিরসহ জেলা ও উপজেলার স্থানীয় নেতাকর্মীরা।
এ বিষয়ে অভিযোগের কথা অস্বীকার করে উপজেলা বিএনপির সদস্য সচিব দোলন জানান, উপজেলায় কৃষক দলের কর্মসূচি আছে বলে আমার জানা নেই। আর হামলার বিষয়ে কিছুই জানেন না তিনি।