শিরোনাম :
নরসিংদীতে ৬৫০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ প্রতারণার নতুন কৌশল কোটি টাকা হাতিয়ে লাপাত্তা স্বামী-স্ত্রী নরসিংদীতে আওয়ামী ডেভিলদের বাঁচাতে মরিয়া বিএনপি নেতারা নরসিংদীতে নকশিসের ইফতার ও দোয়া মাহফিল নরসিংদীতে পৃথক ঘটনায় গর্ভবতী মহিলাকে দলবদ্ধ ধর্ষণ ও শিশুকে ধর্ষণের চেষ্টা রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে চেম্বার অব কমার্সের মতবিনিময় আড়াইহাজারের ইউপি চেয়ারম্যান আওয়ামী ডেভিল লাক মিয়া গ্রেফতার এপেক্স ক্লাব অব উত্তরার ইফতার মাহফিল সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মা “নরসিংদীতে আন্তঃনগর ট্রেন সমূহের যাত্রাবিরতি এবং পর্যাপ্ত সংখ্যক আসন বরাদ্দের ব্যবস্থা জন্য স্বারকলিপি প্রদান”
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

নরসিংদীতে রিভলবারসহ মা-মেয়ে আটক

স্টাফ রিপোর্টার / ১০৩ বার
আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

নরসিংদীর বেলাব উপজেলা থেকে রিভালবার সহ মা-মেয়েকে আটক করেছে বেলাব থানা পুলিশ। 
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাতে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেন। 
আটককৃতরা হলেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিজয় পারুয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে হালিমা আক্তার (২৫) এবং তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫)। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। 
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এসময় ওই এলাকায় দুইজন নারী সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন। এসময় ওই দুই নারীকে সন্দেহ হলে আটক করে পুলিশ। পরে তাদেরকে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসবাদে তারা স্বীকার করে যে, তাদের নিকট আত্মীয় মামাতো ভাই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপিপাঁড় গ্রামের শাহাব উদ্দীনের কথা মত নরসিংদীর জেলখানার মোড়ে অজ্ঞাত ব্যক্তির নিকট এ অস্ত্র অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দিতে বলেন। তার কথা মত উদ্ধার হওয়া অস্ত্র তারা (মা-মেয়ে) বহন করছিলেন বলে তিনি জানান। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র পাচার রোধে আমরা আরও কঠোর হয়েছি। আটককৃতদের জিজ্ঞাসাবাদে চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় বেলাব থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত মা-মেয়ের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ