নরসিংদীর মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে ভুক্তভোগী পুত্রবধূ শিরীন আক্তার নিপা বাদী হয়ে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ১৩৩৯/২০২৫ইং।
মামলা সুত্রে জানাযায়, শিরীন আক্তার নিপা গত ২১ নভেম্বর তার অসুস্থ শ্বশুর শফিউদ্দিন আহমেদকে (সদ্য প্রয়াত) দেখতে মাধবদী স্কুল মার্কেটের ৪ তলার বাসায় যায়। এসময় তার সৎ শ্বাশুড়ী বিলকিস সরকার ক্ষিপ্ত হয়ে শিরীন আক্তারকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় পুত্রবধূ শিরীন আক্তার প্রতিবাদ করলে, উভয় পক্ষের তর্কাতর্কি শুরু হয়। তর্কাতর্কির এক পর্যায়ে শ্বাশুড়ি বিলকিস সরকার ও তার সহযোগী আলেহা বেগম মিলে চুলের মুঠি ধরে লাঠি দিয়ে বারি মারে এবং রান্নাঘর থেকে ধারালো চাকু এনে ঘাই মেরে হত্যার চেষ্টা করে। এসময় শিরীন আক্তার নিজেকে বাঁচাতে চাইলে, চাকুর ঘাই হাতে লেগে রক্তাক্ত জখম হয়।
পরে ভুক্তভোগী শিরীন আক্তার নিপার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে, ভুক্তভোগীকে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে, কলাপসিবল গেটে তালা মেরে দেয়।
আশেপাশের লোকজন এসে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।