শিরোনাম :
মাধবদীতে সৎ শ্বাশুড়ী কর্তৃক পুত্রবধূকে হত্যা চেষ্টার অভিযোগ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ বাংলাদেশ আপনারা সবাই আমার মা’র জন্য দোয়া করবেন : তারেক রহমান খালেদা জিয়ার মৃত্যুতে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক শিবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন, আসাদ সভাপতি, মাহবুব খান সাধারন সম্পাদক নির্বাচিত নরসিংদীর ৫ টি আসনে ৪৬ জন মনোনয়ন জমা দিয়েছেন নরসিংদী শিবপুর আসনে বিএনপি প্রার্থী মনজুর এলাহীর মনোনয়ন জমা আড়াইহাজারে নোয়াগাঁও মোজাম্মেল হক হাইস্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ নরসিংদীতে হাদির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

আড়াইহাজারে নোয়াগাঁও মোজাম্মেল হক হাইস্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার / ৩১৪ বার
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

92

আড়াইহাজারে নোয়াগাঁও মোজাম্মেল হক হাইস্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষিকা জুয়েনা ভূইয়ার সভাপতিত্বে এই পুরষ্কার বিতরণ ও ফলাফল ঘোষণা করা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক নয়ন পারভেজ ভূইয়া’র সঞ্চালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজকের চেতনা পত্রিকা ও চেতনা টিভির বার্তা সম্পাদক মাইনউদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউদ্দিন মোল্লা, সুফিয়া মুনসুর মডেল স্কুলের প্রধান শিক্ষক শফিউল আজম খোকন, জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, সাতগ্রাম ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে মাইনউদ্দিন সরকার বলেন, বিদ্যালয়ে বার্ষিক ফলাফল ঘোষণার দিন হচ্ছে শিক্ষার্থীদের সেরা উৎসব। ফলাফল ভালো হলে, নতুন ক্লাসে উঠা ও নতুন বইয়ের জন্য মনে উদ্দীপনা থাকে।
নোয়াগাঁও গ্রামের কৃতি সন্তান ইঞ্জি: নয়ন পারভেজ ভূইয়া “ব্যবসা নয় জাতীর মেরুদণ্ড গড়ার লক্ষ্য” নিয়ে ২০০৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই মোজাম্মেল হক হাইস্কুল অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণের সার্বিক তত্ত্বাবধান ও পরিশ্রমের কারনে প্রতি বছরই সুনামের সাথে ভালো ফলাফল করে আসছে। মোজাম্মেল হক হাইস্কুলের ধারাবাহিক ফলাফল আশেপাশের অনেক প্রতিষ্ঠিত নামী দামী বিদ্যালয়ের চেয়েও ভালো। আমি আশাকরি আগামীতেও এই বিদ্যালয় তাদের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।
পরে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
২০২৫ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন দ্বিতীয় শ্রেণি থেকে তৃতীয় শ্রেণিতে উত্তীর্ণ শাহরিয়ার আহমেদ। শ্রেষ্ঠ শিক্ষক মো: শাকিল।
সেরা উপস্থিতি (শিক্ষার্থী) হয়েছেন, প্রথম শ্রেণীর ফাইজাহ আক্তার,চতুর্থ শ্রেণীর মারিয়া আক্তার সিনহা,অষ্টম শ্রেণীর জিনাত ফায়িজাহ, সেরা উপস্থিতি ( শিক্ষক) আকরামুল ইসলাম।
সেরা অভিভাবক হয়েছেন, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুমাইরার মা রিনা বেগম, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিঝুমের মা মুক্তা সেন, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইকরার মা সালমা আক্তার ইভা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ