মরহুম হাজী এ কে এম আনোয়ার হোসেন চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় পুরিন্দা একাদশ বনাম বুনাইদ একাদশ অংশগ্রহণ করেন। খেলায় পুরিন্দা একাদশ ২-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে।
ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম এ হাশেম’ র সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইজি ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান আছাদ চৌধুরী ও ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।
খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।