মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন,উপজেলা মৎস অধিদপ্তর ও করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করেন। এসময় শহীদুল্লাহ্ নামে
একজন জেলেকে আটক করা হয় । পরে ভ্রাম্যমাণ আদালতে ৫০০ টাকা জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।
যৌথ অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নেপাল কান্তি দেব, করিমপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি সুব্রত পোদ্দার , উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রনিসহ জেলা প্রশাসন, উপজেলা মৎস অধিদপ্তর ও করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির একটি দল অংশগ্রহণ করেন।
এ বিষয়ে করিমপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি সুব্রত পোদ্দার বলেন, মা ইলিশ রক্ষায় মৎস অধিদপ্তরের নির্দেশনায় কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা চলছে এবং এ অভিযান প্রতিদিনই পরিচালনা করা হবে।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নদী থেকে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো স্থানীয় এতিমখানায় এতিমদের খাবারের জন্য বিতরণ করা হয়েছে।