বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

মদনগঞ্জ রুটে পূণরায় ট্রেন চালুর দাবী নরসিংদীবাসীর

প্রতিনিধির নাম / ২০৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

চেতনা রিপোর্টঃ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ত জংশন ছিল নরসিংদী রেলওয়ে স্টেশন। নরসিংদী-মদনগঞ্জ রুটে নিয়মিত ট্রেন চলাচল করতো একসময়। এক প্রাণবন্ত রূপ দিয়েছিল এই স্টেশনটিকে। আজ ধূসর স্মৃতিতে ঢাকা পড়েছে সেই ইতিহাস। জংশন পরিচয় হারিয়েছে স্টেশনটি। আর বেদখলের কারণে নরসিংদী-মদনগঞ্জ রেললাইন হারিয়েছে তার আদিরূপ।

জানা যায়, ১৯৭০ সালে নরসিংদী থেকে মদনগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের মধ্য দিয়ে জংশনের মর্যাদা লাভ করেছিলো এই স্টেশনটি। তৎকালীন সময়ে বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অংশ ছিল  এটি। দুর্ভাগ্যজনকভাবে, ১৯৭৭ সালে এই রুটে রেল চলাচল আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সম্পূর্ণ রেললাইনই তুলে ফেলা হয় ১৯৮৪ সালে। এখন শুধু কালের সাক্ষী হয়ে পড়ে আছে স্টেশনটির জংশনের স্মৃতি।

বর্তমানে নানা সমস্যায় জর্জরিত নরসিংদী রেলওয়ে স্টেশন। যাত্রীদের জন্য নেই অপর্যাপ্ত টিকিট কাউন্টার। মানসম্মত বিশ্রামাগারের অভাব, নিরাপত্তার ঘাটতি আর স্টেশনের জায়গা অবৈধ দখলে চলে যাওয়াসহ অসংখ্য সমস্যায় কেড়ে নিয়েছে স্টেশনটির জৌলুস। নরসিংদী-মদনগঞ্জ রেলপথ একসময় ছিল দুটি শিল্পখ্যাত জেলার মানুষের চলাচলের সেতুবন্ধন। আজ সড়কপথ ও অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে হারিয়েছে তার ঐতিহ্য বলে দীর্ঘদিনের দাবি স্থানীয়দের। তাদের দাবি, নরসিংদী-মদনগঞ্জ রেল রুটটি পুনরায় চালু করা হোক। বর্তমানে এই রুটটি চালু করা হলে শুধু যাতায়াতের সুবিধাই বাড়বে না, বরং নতুন প্রাণের সঞ্চার করবে এলাকার অর্থনীতিতেও। এই রুট পুনরায় চালু হলে যোগাযোগ ব্যবস্থায় উন্মোচিত হবে এক নতুন দিগন্ত। হাজারো মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় আসবে স্বাচ্ছন্দ্য। আর স্টেশন ফিরে পাবে তার পুরনো জৌলুস। এমনটাই প্রত্যাশা ও স্বপ্ন স্টেশনটি থেকে চলাচলকারী যাত্রী-সাধারণ ও স্থানীয়দের।

নরসিংদী রেলওয়ে স্টেশন কেবল একটি স্থাপনা নয়, এটি একটি জীবন্ত ইতিহাস, একটি অবিচ্ছেদ্য অংশ। এই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে এনে ও আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে স্টেশনটিকে ঢেলে সাজানো অত্যন্ত জরুরী ও সময়ের দাবি বলে মনে করছেন জেলার সচেতনমহল।

নরসিংদী-মদনগঞ্জ রুট পুনরায় চালুর মাধ্যমে শুধু একটি রেলপথই পুনরুজ্জীবিত হবে না, পুনরুজ্জীবিত হবে এই অঞ্চলের স্বপ্ন ও সম্ভাবনা। স্টেশনটি আবার ফিরবে তার পুরনো রূপে, ফিরে পাবে তার জংশন পরিচয়। এমনই আশায় দিন গুনছেন স্থানীয়রা।

 

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ