শিরোনাম :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

নরসিংদীতে সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ৪৩০ বার
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

দেশ টিভিতে কর্মরত নরসিংদী প্রতিনিধি আকরাম হোসেন’র উপর হামলায় দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত হামলাকারীদের চিহ্নিত করে, দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নরসিংদীর সাংবাদিক সমাজ। শনিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, নরসিংদী ওমেন প্রেসক্লাবের সভাপতি আফরোজা সুলতানা, সাধারণ সম্পাদক ফাহমিদা খানম,নিউজ ২৪ প্রতিনিধি হৃদয় খান, বাংলা টিভি প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল, মাই টিভি প্রতিনিধি তৌহিদুর রহমান মিঠু,চেতনা টিভির বার্তা প্রধান মাইনউদ্দিন সরকারসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
মানববন্ধনে সাংবাদিকরা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে, আইনের মাধ্যমে শাস্তি প্রদানের দাবী জানান। অন্যথায় পরবর্তীতে আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী প্রদান করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ