শেখেরচর বাজার বাবুর হাট বনিক সমিতির আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার প্রত্যুশে শেখেরচর বাজারের ধুমকেতু মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন, শেখেরচর বাজার বাবুর হাট বনিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির রাসেল এর নেতৃত্বে কামরুজ্জামান কামাল,আলামিন, মাসুূদ,শরীফ।
পরে শিলমান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সানাউল্লাহ মিলন ও সদস্য সচিব বোরহান উদ্দিনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি, নরসিংদী সদর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির রাসেল ও যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন রিবু,হুমায়ুন কবির, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফ হোসনের নেতৃত্বে সদর থানা যুবদলসহ সদর থানা শ্রমিক দল,সদর থানা ও ইউনিয়ন ছাত্রদল, লালন সাঈজীর ভাবনগর,দূর্বার সংঘ,সাইদুর রহমান স্মৃতি সংঘ, আমানত শাহ লুঙ্গি,আল আমিন ফেব্রিক্স, হাজী মোসলেম উদ্দিন মোল্লা উচ্চ বিদ্যালয়,নবজাগরন কিন্ডারগার্টেন, প্রভাতি প্রি-ক্যাডেট,বাবুরহাট গ্রিনফিল্ড কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বনিক সমিতির আয়োজনে লালন সাঈজীর ভাবনগরের শিল্পীরা ধুমকেতু মাঠে দেশাত্মবোধক গান পরিবেশন করেন।