নরসিংদীর শিবপুরে কবির হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে খুন হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নিহত কবির হোসেন উপজেলার জয়নগর ইউনিয়নের ধনাইয়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে। সে কাপড়ের ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর জনতা ব্যাংক মার্কেটে অবস্থিত তার কাপড়ের দোকান গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় বন্ধ করে বাড়ি ফেরার কথা। রাতে বাড়ি না ফেরায় তার পরিবার মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তার ফোনটি বন্ধ পায়। পরে আজ বুধবার সকাল ৭টার দিকে শিবপুর-যাল্লারা সড়কের ধনাইয়া ব্রীজের নিচে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
নিহতের স্বজন জানান, প্রতিদিনের মত গতকালও দোকান বন্ধ করে বাড়ি ফেরার কথা।বাড়ি না ফেরা এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। সকালে এলাকাবাসী খবর দিলে আমরা ব্রীজ নিচ থেকে তার লাশ সনাক্ত করি। তার দেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সমর্থনে নিবার্চন করে পরাজিত হয়েছিল। কি কারণে হত্যা করা হয়েছে তা বলতে পারবো না।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) আফজাল হোসেন বলেন, সকালে সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করি। তবে কি কারণে হত্যাকান্ড তা এখন নিশ্চিত হওয়া যাচ্ছে না। তদন্তের পর বলা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।