নরসিংদী সদর উপজেলা হলরুমে বাংলাদেশ স্কাউটস নরসিংদী সদর উপজেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সকালে আয়োজিত এই কাউন্সিলের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউটসের আহ্বায়ক আসমা জাহান সরকার।
সম্মেলনে বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক উপজেলা একাডেমিক সুপারভাইজার খাদিজাতুল কোবরা, উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল ছগীর এবং নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুস সবুর, জেলা স্কাউটসের সাবেক সম্পাদক মোঃ আলতাফ হোসেন, নরসিংদী সদর উপজেলার সাবেক কমিশনার মোঃ আঃ করিম, ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আঃ হাই এবং বাংলাদেশ স্কাউটসের মাস্টার ট্রেইনার মোঃ আকরাম সরকার প্রমুখ।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল ছগীর সহ সভাপতি নির্বাচিত হন।
নবনির্বাচিত সহ সভাপতিদের মধ্যে রয়েছেন নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস কামাল, আমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম এবং অর্কিড ওপেন স্কাউট গ্রুপের সভাপতি হাসান কিবরিয়া। কমিশনার হিসেবে দায়িত্ব পান কুলাইট ভরসাংগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর মোল্লা। সম্পাদক নির্বাচিত হন ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে জয়শ্রী সাহা এবং কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান দায়িত্ব গ্রহণ করেন।