শিরোনাম :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

শিবপুরে পিঠা উৎসব অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি / ৬৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নরসিংদীর শিবপুরে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মাঠ প্রাঙ্গণে এ উৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উৎসবে নারী উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি এসব পিঠার মধ্যে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুল পিঠা, সেমাই পিঠা, মালপোয়া, পাটিশাপটা, দুধ পুলি, দুধ চিতইসহ বাহারি স্বাদের পিঠা। সকাল থেকেই স্টলগুলোতে ছিল পিঠাপ্রেমীদের ভিড়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: গুল রাওশান ফিরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, প্রেক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নারী উদ্যোক্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন বলেন, “এ ধরনের আয়োজন নতুন নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের তৈরি পণ্যের প্রচার–প্রচারণা বাড়ানোর মাধ্যমে অন্য নারীরাও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবেন।”
এসময় প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তারা স্টল পরিদর্শন করেন এবং শীতকালীন নানা স্বাদের পিঠা আস্বাদন করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ