বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনায় নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাইনউদ্দিন ভূইয়ার উদ্যোগে এই কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাদ আছর নরসিংদী সদর উপজেলা পরিষদের সামনে দোয়া মাহফিলে জেলা বিএনপির উপদেষ্টা এড. শাজাহান মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।
দোয়া মাহফিলের আগে বক্তারা আগামী সংসদ নির্বাচনে নরসিংদী সদর আসন থেকে খায়রুল কবির খোকনকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।