শিরোনাম :
এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ এর বোর্ড মেম্বারদের ওরিয়েন্টেশন পোগ্রাম অনুষ্ঠিত নরসিংদীতে ফতোয়া বোর্ডের ফিকহী কনফারেন্স অনুষ্ঠিত দ্যা সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের দায়িত্বে গাফ্ফার ও মুনশাদ সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বাইপাস সড়ক বাতিলের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ  নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের বাড়ী ও পরিষদে হামলা, নিহত ১ সাংবাদিক মনির হায়দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাত দিনের রিমান্ডে ১০ ছাত্রলীগ নেতা, নরসিংদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর নরসিংদীতে কৃষক দলের সমাবেশে সন্ত্রাসী হামলায় ৫জন আহত ক্রীড়া সংস্থার ডায়নামিক কমিটির প্রত্যাশায় নরসিংদীবাসী
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

রায়পুরাতে নবাগত সহকারী কমিশনার (ভূমি)’র যোগদান

শফিকুল ইসলাম / ৮২ বার
আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদী জেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা রায়পুরায় সহকারী কমিশনার (ভূমি) অফিসে দালালের দৌরাত্ম্য, দিনের পর দিন হয়রানি ও বাড়তি টাকা আদায় ভূমি অফিস নিয়ে সেবাগ্রহীতাদের এসব নেতিবাচক ধারণা পাল্টে দেওয়ার লক্ষ্যে নবাগত যোগদান করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃমাসুদুর রহমান (রুবেল)।
তিনি গত ২০২৫ সালের ২৯ জানুয়ারি মাসে এই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেন। তিনি বিসিএস ৩৭তম ব্যাচের প্রশাসন ক্যাডারের নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তা।
নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মর্কতাদের উপস্থিততে ফুলেল শুভেচছা বিনিময়ে বরণ করে নেন এবং সাবেক সফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম তার নবাগত যোগদান কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দেন।মোঃমাসুদুর রহমান (রুবেল) ইতিপূর্বে রাজবাড়ী জেলার পানসা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করিছিলেন।তিনি ফরিদপুর জেলার কৃতি সন্তান।
রায়পুরা উপজেলা নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন,আমি শতভাগ আশা করছি রায়পুরা উপজেলাবাসী আমাকে সহযোগিতা করলে আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারবো।
তাছাড়া তিনি আরও বলেন, দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ