শিবপুর উপজেলা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার আবেদ ভিলেজ- এ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন মাস্টার। উপজেলা মহিলা দলের আহবায়ক লিপি বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন। সভায় মহিলা দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফিরোজা ইয়াসমিন ডেইজি, শিবপুর উপজেলা মহিলা দলের নেত্রী মমতাজ বেগম ও ফারজানা হক কামনা প্রমুখ।