নরসিংদী জেলা সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।
শামীম গফুর সভাপতি আহসানুল হক বাবুল সাধারন সম্পাদক ইকবাল এ ভুঁইয়া সিনিয়র সহসভাপতি সহ ৩১ সদস্য বিশিস্ট কমিটি নির্বাচিত।আর কোন প্যানেল না থাকায় প্রধান নির্বাচন কমিশনার জনাব সালমান জাহিদ জুয়েল “শামীম-বাবুল”প্যানেল কে নির্বাচিত ঘোষনা করেন এবং
গতকাল ১০ ডিসেম্বর ঊডসাইটের গুলশান টেরেসে (সাবেক ঢাকা ক্লাব)নব নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান।দুই নির্বাচন কমিশনার জনাব মোঃ হুমায়ন কবীর ও মোঃ এ মামুন এসময় উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সভাপতি আজহারুল ইসহাক খোকা,বিদায়ী সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও বিদায়ী সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ।
সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানী ,সাবেক সাধারণ সম্পাদক জসিম খন্দকার ,সাবেক প্রধান নির্বাচন কমিশনার জাকির খান সহ নরসিংদী জেলা সমিতির কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন ।
পরবর্তিতে উপস্থিত অতিথি ও নরসিংদী জেলা সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি শামীম গফুর ও সাধারন সম্পাদক আহসানুল হক বাবুল এই প্যানেলকে নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও সকলের সহযোগিতায় সমিতিকে গতিশিল,দায়বধ্যতা,নিরপেক্ষ ও সততার সাথে পরিচালনা করার আশ্যাস দেন।
শপথ গ্রহন শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়॥