বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচাররা যদি মনে করে পুনরায় ক্ষমতায় এসে স্বৈরাচার কায়েম করবে, তবে তারা বোকার স্বর্গে বসবাস করছে। এদেশের ছাত্র-জনতার শক্তির কাছে স্বৈরাচাররা পরাজিত হবেই। জুলাই-আগস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ এবং বিশ্ব ইতিহাসে স্থান করেছে। আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করা হবে। তবে এ জন্য বিএনপির মত সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে। তাই বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করুন, যেখানে দিনের ভোট রাতে নয়, দিনেই হবে। নরসিংদীর পলাশ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক অডিটরিয়ামে আয়োজিত মঈন খানের প্রয়াত পিতা, সাবেক খাদ্য মন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে এসব কথা বলেন। এর আগে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল গবেষক ও মঈন খানের কন্যা ড. মাহরীন খান। মঈন খানের স্ত্রী এবং মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপার্সন রোখসানা খন্দকারের সভাপতিত্বে স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, শহর বিএনপির সাবেক সভাপতি ও নরসিংদী বাজার সমিতির বনিক সমিতির সভাপতি বাবুল সরকার, জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক আলমগীর হাবিব, জেলা যুবদলের সি: সহসভাপতি শাহেন শাহ সানু ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, নরসিংদী আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: সারুয়ার হোসেন মৃধা, সহসভাপতি আওলাদ হোসেন জনি, জেলা বিএনপি নেত্রী এ্যাড. কানিজ ফাতেমা, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, নরসিংদী জেলা তাঁতী দলের সভাপতি মোঃ হুমায়ূন কবীর কামাল, সাধরণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, সহ- সভাপতি মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক ইসমাঈল হোসেন, রায়পুরা উপজেলাার তাঁতীদল আহবায়ক হরমুজ আলী, উপজেলা তাঁতীদল সদস্য জাকির মাষ্টারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।