শিরোনাম :
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে গোলাগুলি: আতংকিত সাধারণ মানুষ হামলা, হত্যাসহ একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা শিশির কারাগারে ড. ইউনুস সরকারের মধুচন্দ্রিমা -১ ষ্টেশন মাষ্টারের ছত্রছায়ায় সকল অপকর্ম : অবৈধ দোকানপাট অপরাধীদের অভয়ারণ্য নরসিংদী রেলস্টেশন আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আলী হোসেন শিশির গ্রেফতার রায়পুরাতে আলোকিত সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদী সদর প্রেস ক্লাব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নরসিংদীতে রিভলবারসহ মা-মেয়ে আটক নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১ বালু খেকোদের হামলার মুখে ম্যাজিট্রেট ও সাংবাদিক 
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

নরসিংদী থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও পাঠকনন্দিত সাপ্তাহিক পত্রিকা আজকের চেতনা এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিনিধির নাম / ৯০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

চেতনা ডেস্ক:  আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে, নরসিংদী থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও পাঠকনন্দিত সাপ্তাহিক পত্রিকা আজকের চেতনা এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। 

অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ও সদস্য সচিব মনজুর এলাহীর উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কেক কাটা হয়। সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু। প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেন জেলার বিভিন্ন পর্যায়ের বরেণ্য মানুষেরা। বৃহস্পতিবার দিনব্যাপী খন্ড খন্ড খন্ড আড্ডা, শুভেচ্ছা বক্তব্য ও আশীর্বাণীতে মুখর ছিলো চেতনা পত্রিকা কার্যালয়। এসময় ফুলেল শুভেচ্ছাসহ পত্রিকার দীর্ঘায়ু কামনা করেন আমন্ত্রিত অতিথিরা। পত্রিকাটির নিরপেক্ষ সাংবাদিকতায় প্রশংসা করেন তারা।

জেলার সর্বস্তরের মানুষের পত্রিকা সাপ্তাহিক আজকের চেতনা ৩২ বছর পেরিয়ে ৩৩ বছরে পদার্পন করেছে। নরসিংদী সদর উপজেলা মোড়ে পত্রিকার প্রধান কার্যালয়ে সকালে সুশোভিত কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় শুভ সূচনা। দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে কার্যালয় সেজেছিলো নতুন সাজে।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন প্রমূখ। এছাড়াও নরসিংদীতে কর্মরত অনলাইনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় চেতনা পরিবারের সদস্যরা সিক্ত হন আগত অতিথি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায়। অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়ন করা হয় রসালো মিষ্টি, মুখরোচক খাবার, কেক আর মৌসুমি বাহারি ফলের সমারোহে। সঙ্গে অনুষ্ঠানের আমেজ সতেজ রাখতে ছিলো মনজুড়ানো এক কাপ চা ও কফি।

আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চেতনা টিভির সিইও এবিএম আজরাফ টিপু। তার আন্তরিক আপ্যায়নে মুগ্ধ অতিথিবৃন্দ প্রতিবছর এমন বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী অব্যাহত রাখার অনুরোধ জানান। এই উপলক্ষ্যে পত্রিকাটির শুভেচ্ছা বার্তা ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীগণ।

প্রধান অতিথি বলেন, জেলা ঘোষণার পর নরসিংদীতে আজকের চেতনা নামে সাপ্তাহিক পত্রিকাটির কাজ শুরু করেন, ব্রাহ্মন্দী কামিনী কুমার মৌলিক উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক ফজলুল হক ভূইয়া। সেই থেকে পত্রিকাটি ৩৩ বছরে পদার্পণ করেছে আজ। সাংবাদিকতা পেশায় কাজ শুরু করেছেন, এই পত্রিকার মাধ্যমে জেলার অনেক খ্যাতিমান সাংবাদিকবৃন্দ। নরসিংদীর স্থানীয় পত্রিকার আইকন হিসেবে সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সফলতা কামনা করছি।

পত্রিকার প্রকাশক ও সম্পাদক ও চেতনা টিভির সিইও এবিএম আজরাফ টিপু বলেন, বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের হাতে  সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করে পত্রিকাটি। এছাড়া সঠিক তথ্য সরবরাহের মাধ্যমে দেশের সুশাসন, ন্যায়বিচার ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা। এই দিনটি উপলক্ষ্যে আগত অতিথিদের ধন্যবাদ জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ