“সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ” শ্লোগানে নরসিংদীতে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে সমবায় বিভাগ ও সমবায় ইউনিয়ন নরসিংদীর আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বেনএকটি বর্ণাঢ্য র্্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সেরা সমবায়ীদের সম্মাননা প্রদান করেন।
জেলা সমবায় অফিসার সালমান ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার ( সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ রবিউল ইসলাম। আলোচনা সভা শেষে জেলার সেরা সমবায়ী হিসেবে ৫ জনকে বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।