প্রকাশিত হলো এইউবি সাহিত্য পত্রিকা বিশতম সংখ্যা। গতকাল ২৫. ১০. ২৪ ইংরেজী তারিখ এইউবি মিলনায়তনে এক আনন্দমুখর অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড, শাহনেওয়াজ দিলরুবা খান। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং পত্রিকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড, আবুল হাসান মুহাম্মদ সাদেক প্রধান আলোচক ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক অধ্যাপক ড, রিটা আশরাফ। অনুষ্ঠানে এ সংখ্যার লেখকদের হাতে লেখক সম্মানীসহ পত্রিকা তুলে দেয়া হয়।।
এ পত্রিকাটি মূলত এইউবি লেখক প্রকল্প। নতুন লেখকদের প্রতিভা প্রকাশ ও বিকাশের লক্ষেই পত্রিকাটি কাজ করে। সে লক্ষে প্রতি সংখ্যায় গদ্য শাখা এবং পদ্য শাখায় নতুনদের মধ্য থেকে দুজনকে সম্মাননা প্রদান করা হয়। এ সংখ্যায়ও এ সম্মাননা প্রদান করা হয় দুজন তরুণ ও নতুন লেখককে। এরা হলেন গদ্য শাখায় আনাস সাদেক ও পদ্য শাখায় সুবহা মুস্তারীণ জুঁই।