শিরোনাম :
এপেক্স ক্লাবস্ অব বাংলাদেশ এর বোর্ড মেম্বারদের ওরিয়েন্টেশন পোগ্রাম অনুষ্ঠিত নরসিংদীতে ফতোয়া বোর্ডের ফিকহী কনফারেন্স অনুষ্ঠিত দ্যা সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরসের দায়িত্বে গাফ্ফার ও মুনশাদ সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বাইপাস সড়ক বাতিলের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ  নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের বাড়ী ও পরিষদে হামলা, নিহত ১ সাংবাদিক মনির হায়দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাত দিনের রিমান্ডে ১০ ছাত্রলীগ নেতা, নরসিংদীতে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর নরসিংদীতে কৃষক দলের সমাবেশে সন্ত্রাসী হামলায় ৫জন আহত ক্রীড়া সংস্থার ডায়নামিক কমিটির প্রত্যাশায় নরসিংদীবাসী
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট বিধিবদ্ধ সভায় বাংলাদেশের অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার / ১৩২ বার
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

বিশ্বব্যাপী মানবিক কর্মকাণ্ড ও জরুরি সাড়াপ্রদানে রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট আন্দোলন সফল করতে শুরু হওয়া বিধিবদ্ধ সভায় যোগ দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। গত ২২ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া সভায় যোগ দেয় বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ১৯১টি সদস্য রাষ্ট্রসহ ২০০টির বেশি দেশ। বৃহস্পতিবার বিডিআরসিএস সূত্রে এই তথ্য জানা যায়।
আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা, আইনী কাঠামো শক্তিশালী করার মধ্য দিয়ে ব্যক্তির নিরাপত্তা উন্নতকরণ, বিশ্বব্যাপী মানবিক এজেন্ডা গঠন ও সমন্বয় গড়ে তুলতেই এই সভার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ফেডরেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। বিডিআরসিএসের পক্ষ থেকে সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সভায় যোগ দিয়েছে।
১০ দিনব্যাপী অনুষ্ঠিত বিধিবদ্ধ সভায় সাধারণ পরিষদ, প্রতিনিধি পরিষদ ও ৩৪তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বৃহৎ এই আন্তর্জাতিক ফোরামে সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যতে প্রত্যাশা ও কর্মপরিকল্পনা নিয়ে বিবৃতি প্রদান করবে। এছাড়াও জলবায়ু বাস্তুচ্যুতির প্রভাব নিয়ে একটি ইভেন্ট পরিচালনা করা হবে।
জেনেভায় জাতিসংঘের কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করেন বিডিআরসিএসর প্রতিনিধি দল। সাক্ষাতে বিডিআরসিএস ও দূতাবাসের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। সহযোগিতামূলক উপায়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে একটি সমন্বিত পদ্ধতি গ্রহণ করা হয়।
বিডিআরসিএস’র সাথে দূতাবাসের প্রতিনিধি দলটিও ৩৪তম আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবে। যেখানে সম্মেলনের ৫টি রেজুল্যুশানের প্রতিটি প্রস্তাবনার অধীনে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবে বিডিআরসিএস। একইসাথে রেজুল্যুশনগুলোর অধীনে গৃহীত এজেন্ডা বাস্তবায়নের কর্মপরিকল্পনা গ্রহণ করবে।
জেনেভায় আইএফআরসির সভাপতি কেট ফোর্বস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও মহাসচিব জাগান চাপাগাইন এর সাথে সাক্ষাত করবেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন দেশের রেড ক্রস রেড ক্রিসেন্ট পার্টনার ন্যাশনাল সোসাইটির সাথে একাধিক বৈঠকে অংশ নেবেন বিডিআরসিএস’র প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্য হিসেবে সভায় যোগ দিয়েছেন সংস্থাটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি, উপমহাসচিব সুলতান আহমেদ এবং আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের পরিচালক আরিফা এম সিনহা।

বিধিবদ্ধ সভায় সুইস রেড ক্রসের ২২০ জন স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন। ১০ দিনব্যাপী চলা এই সভা আগামী ৩১ অক্টোবর শেষ হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ