বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ১৮০ বার
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী ডেঙ্গু জ্ব‌রে আক্রান্ত হওয়ায় উনার দ্রুত সুস্থ‌্যতা কামনায় দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর ইটা‌খোলা গোলচত্বর বালুর মা‌ঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় শ্রমিক নেতা মো:হুমায়ুন ক‌বিরের সভাপ‌তিত্বে ও উপ‌জেলা শ্রমিক দ‌লের সা‌বেক সাধারণ সম্পাদক খন্দকার উমা‌য়ের রায়হান শা‌হী‌নের সা‌র্বিক তত্বাবধা‌নে অনুষ্ঠিত দোয়া মাহ‌ফি‌লে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ‌স্থিত ছি‌লেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সহ শ্রম বিষয়ক সম্পাদক ও শিবপুর উপ‌জেলা বিএন‌পির সা‌বেক সিনিয়র সহ-সভাপ‌তি খন্দকার ম‌তিউর রহমান মাতেন মাষ্টার। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পু‌টিয়া ইউ‌নিয়ন‌ ৫ নং ওয়ার্ড বিএন‌পির সভাপতি জাকির হোসেন ফকির, সাধারণ সম্পাদক আহছান উল্লাহ্ মৃধা, উপজেলা শ্রমিক দ‌লের প্রচার সম্পাদক মো: মজ্নু মিয়া, আব্দুল মান্নান ভুইয়া প‌রিষ‌দ নেতা আবুল কালাম, সিএনজি স্টেশনের সভা‌প‌তি বাদল মিয়া, উপ‌জেলা পো‌ল্ট্রি ফা‌র্ম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জা‌কির ভুইয়া প্রমুখ ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ