নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ভেলানগর থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রসিকিউটর মেহেদী হোসেন।
তিনি জানান,নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সামছুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে নরসিংদী “ক” সার্কেলের পরিদর্শক জনাব মোঃ ফজলুল হক খান এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে নরসিংদী মডেল থানাধীন ভেলানগর বাজারস্থ হোটেল নগর প্যালেস (আবাসিক) এর সামনে অভিযান পরিচালনা করে আসামি ১) মন্জুরুল আলম (৪৮) কে ২৪ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। নরসিংদী “ক” সার্কেলের পরিদর্শক জনাব মোঃ ফজলুল হক খান মামলার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।