নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মাধবদীতে মরণ নেশা ইয়াবার থাবায় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে
এমনই এক আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসইবুকের স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট তা হুবহু তুলে নিচে তুলে ধরা হলো,থানার মহিষাশুড়া ইউনিয়নের বানিয়াদী গ্রামে মরণ নেশা ইয়াবার ছোবলে যুব সমাজ ধ্বংসের পথে। দেখার কেউ নাই। স্থানীয় ইউঃপিঃ চেয়ারম্যান সাহেবের সু দৃষ্টি কামনা করি অনতি বিলম্বে আপনার মাধ্যমে যুব সমাজ ও এলাকাবাসীকে রক্ষা করুন। আপনি একজন আলেম। তাই আপনার মাধ্যমে এর একটা সুরাহ চাই। আশা করি কঠিন ভাবে আপনি একটা পদক্ষেপ নিবেন। নইলে যুব সমাজ ও ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাবে। আমাদের গ্রামের কিছু দিন যাবত এই নেশার উতপাত বেরেই চলেছে। প্রত্যেক রাতেই গ্রামের কোন না কোন মানুষ, এই নেশাখোরদের হাতে হেনস্তর স্বীকার হচ্ছে। প্রত্যেক রাতেই কারো না কারো ঘর থেকে কোন না কোন কিছু নাই হচ্ছেই।
মুফতি কাওসার আহাম্মেদ ভূঁইয়া আপনার কাছে আকুল আবেদন আপনি অতি শীঘ্রই এটার একটা বিহিত করবেন। পাশাপাশি মাধবদী থানার কর্তা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করা হলো।