বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

নরসিংদীতে জেলা জামায়াতের শোকরানা মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৪৯ বার
আপডেট : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

দীর্ঘ প্রায় দশ বছর পর নরসিংদী জেলা সদরের প্রধান সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিশাল সভা ও শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার বিকেল তিনটায় শহরের শিক্ষা চত্ত্বরে নরসিংদী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা আমজাদ হোসেন, নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামসুল ইসলাম তালুকদার, সদর থানার আমীর মাহফুজ ভূইয়া, মাধবদী থানার সেক্রেটারী মাওলানা আব্দুল আজিজ, জেলা ছাত্র শিবিরের সভাপতি তাওহিদুল ইসলাম, সেক্রেটারী রাকিবুল ইসলাম, নরসিংদী শহর সভাপতি রুহুল আমিন, সেক্রেটারী ইয়াছিন আরাফাত প্রমুখ। অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন।
সভায় এ বিজয়ে ও স্বৈরশাসন পতনে আল্লাহ’র নিকট শোকরিয়া আদায় করা হয়। এছাড়া ও বিজয়ের আনন্দকে ধরে রাখতে কারোর উপর কোনো প্রতিশোধ না নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয় এবং গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষা চত্বর থেকে একটি শান্তিপূর্ণ শোকরানা মিছিল নিয়ে তাহমিদ চত্বর (জেলখানা মোড়) যাওয়ার পথে নরসিংদী সদর উপজেলা মোড় কোর্ট এলাাকয় মিছিলটি আটকে দেয় সেনাবাহিনী। পরে এখানেই মিছিলের সমাপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ